মিরপুরে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩১ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩


মিরপুরে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের
পল্লবী মিরপুর

রাজধানীর পল্লবীতে দুই মোটরসাইকেলে সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম খোকন মিয়া (৪৫)।  তিনি পেশায় একজন ব্যবসায়ী।


সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পল্লবীতে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।


পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, রোববার (২২ জানুয়ারি) দিনগত রাতে খোকন বাইক চালিয়ে যাচ্ছিলেন। তিনি পল্লবীর সিরামিক রোড এলাকায় পৌঁছালে তার পরিচিত অপর এক ব্যক্তির বাইকের সঙ্গে খোকনের বাইকের সংঘর্ষ হয়। এতে খোকন মারা যান। 


তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।