স্বাস্থ্য শিক্ষা বিভাগের নতুন সচিব হলেন আজিজুর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩


স্বাস্থ্য শিক্ষা বিভাগের নতুন সচিব হলেন আজিজুর
জনপ্রশাসন মন্ত্রণালয়

স্বাস্থ শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক- ২ (অতিরিক্ত সচিব) মো. আজিজুর রহমান।


সোমবার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়।


প্রজ্ঞাপনে বলা হয়,  প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক- ২ (অতিরিক্ত সচিব) মো. আজিজুর রহমাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব দেওয়া হলো।


স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে দায়িত্ব পালন করা সচিব মো. সাইফুল হাসান বাদল। তার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।


এর আগে  ২০২০ সালের সেপ্টেম্বরে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন তিনি।


জেবি/এসবি