৩ মাসে মন্ত্রিসভার ৬৭.৭৮ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৪ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩
২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৭ দশমিক ৭৮ শতাংশ বলে জানা গেছে।
এ তথ্য জানা গেছে মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন থেকে।
সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে থেকে জানা গেছে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৬টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৯০টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৬১টি। আর ২৯টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন।
এ সময়ে মন্ত্রিসভা বৈঠকে দুটি নীতি বা কর্মকৌশল এবং ১১টি চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়েছে। আর সংসদে আইন পাস হয়েছে চারটি।