ডিসি সম্মেলন শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:২২ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩
চলতি বছর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল রুমে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলন চলবে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পর্যন্ত।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন উদ্বোধনীর আগে বক্তব্য দেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়েছেন।
এর আগে গত রবিবার (২২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জেলা প্রশাসক সম্মেলনের কথা জানিয়েছিলেন।
প্রতি বছরই জেলা প্রশাসক সম্মেলন হয়ে আসছে। কোনো কোনো বছর দুবারও হয়। তবে করোনার কারণে দু’বছর করতে না পারলেও পরে আমরা এটি চলমান রেখেছি। দুটো চিত্র সামনে রেখে এ সম্মেলন হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
ডিসি সম্মেলনের শুরুতে সরকারের বিভিন্ন নীতি কৌশল ও নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে মাঠপর্যায়ের জেলা প্রশাসকরা বিনিময় করেবেন। এরপর তাদের পক্ষ থেকে নির্দেশনা, অনুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর দ্বিতীয় হলো, সরকারের বিভিন্ন নির্দেশনা, নীতি ও অনুশাসন মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে গেলে যে চ্যালেঞ্জের সম্মুখীন হন তারা, যে অভিজ্ঞতা তারা সঞ্চয় করেন বা মাঠপর্যায়ে যে বাস্তবতার সম্মুখীন তারা হন, তার ভিত্তিতে বিভিন্ন সংস্কারের প্রস্তাব করেন তারা।
জেবি/এসবি