ববি'র ৩ শিক্ষার্থী গ্রেফতার
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০২:৪২ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই-বাংলা হলের একটি কক্ষে ঢুকে গণিত বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাতকে কুপিয়ে জখমের ঘটনায় ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলীম সালেহী, রিয়াজ উদ্দিন মোল্লা ও শামীম সিকদার। তারা সবাই ববি ছাত্রলীগের পৃথক গ্রুপের নেতৃত্বে আছেন। এছাড়া বাকি আসামিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।
এ মামলায় বুধবার (২৫ জানুয়ারি) সকালে একটি মামলা দায়ের করা হয়েছে। আহত ছাত্রলীগ নেতা মহিউদ্দীন আহমেদ সিফাত বাদী হয়ে মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে আরও ৮ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামা।
তিনি বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে তারা ওই মামলার এজাহারভুক্ত আসামি।'
জেবি/এসবি