ইবির শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্টকে ‘মৃত’ ঘোষণা


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩


ইবির শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্টকে ‘মৃত’ ঘোষণা
ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট মারা গেছেন ঘোষণা দিয়ে প্রভোস্ট স্যারের রুমসহ হল এলাকায় তিনটি বিজ্ঞপ্তি টানিয়ে দেয়া দেওয়া হয়েছে। হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্বে আছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক।


হলটির শিক্ষার্থীরা জানায়, রবিবার (২৯ জানুয়ারি) বিকাল থেকে মারা যাওয়ার বিজ্ঞপ্তিগুলো দেখা যায়। তবে কে বা কারা এগুলো টানিয়েছে তা জানেনা কেউ। তবে প্রভোস্ট মারা যাননি। তিনি তাঁর বাসায় অবস্থান করছেন বলে নিশ্চিত করেন প্রভোস্ট নিজেই।


বিকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ, পেইজ ও ব্যক্তিগত আইডি থেকে প্রভোস্টের ‘মৃত্যু’ সংবাদের একটি পোস্টার পোস্ট করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 


হলের শিক্ষার্থীরা জানান, 'নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে রসিদ বিহিন একশত টাকা নেওয়া হচ্ছে। রসিদ বিহিন কীসের টাকা নেওয়া হচ্ছে? হল কর্মকতাদের কাছে জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি কর্মকতারা। এসব জানার জন্য প্রভোস্টকে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।' 


শিক্ষার্থীরা আরো জানান, 'এছাড়া তিনি দীর্ঘদিন যাবত হলে আসেন না। ওনাকে ফোন দিয়েও পাওয়া যায় না। হলের বিভিন্ন সমস্যা নিয়ে বারবার কথা বলার চেষ্টা করলেও ওনার কোনো রেসপন্স পাওয়া যায়না। আমরা ধরেই নিয়েছি উনি ইহলোক ত্যাগ করেছেন তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।'


উদ্ভুত পরিস্থিতিতি সমাধানে সন্ধা সাড়ে ৬ টায় হলটির আবাসিক শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হলের আবাসিক শিক্ষকগণ।


এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. মনজুরুল হক বলেন, 'বিকৃত মস্তিষ্কের মানুষ না হলে কেউ জীবিত মানুষের মৃত্যুর সংবাদ প্রকাশ করে আনন্দ পেতো নাহ। যারা এসব করে মজা নিচ্ছে তারা মজা নিক।

আমার যা বলার আমি প্রশাসন কে যানিয়েছি। বাকীটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে।'


শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা নেয়ার ব্যাপারে যানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি হল কর্মকর্তারা আমার অগোচরে করেছে। বিষয়টি আমি জানতে পেরে ওদের ফোন দিয়ে শাসিয়েছি। বাকীটা আমি ক্যাম্পাসে এসে যথোপযুক্ত ব্যবস্থা নিবো।

 

আরএক্স/