বেড়ায় ফুলকপি চাষে স্বাবলম্বী আরদোশ ফকির
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:০৭ পিএম, ৩০শে জানুয়ারী ২০২৩

পাবনার বেড়ায় দীর্ঘ ৫৩ বছর ধরে জমিতে ফুলকপি চাষ করে স্বাবলম্বী হয়েছেন উপজেলার হাটুরিয়া গ্রামের ৯৩ বছরের বৃদ্ধ কৃষক হাজী আরদোশ আলী ফকির। তার দেখাদেখি আশ-পাশের এলাকার অনেক বেকার ও শিক্ষিত যুবকেরা ফুলকপি চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।
সোমবার (৩০ জানুয়ারি) সরেজমিনে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের হাটুরিয়া মৌজায় ফুলকপি ক্ষেত পরিদর্শনে গেলে কথা হয় বৃদ্ধ কৃষক হাজী আরদোশ আলী ফকিরের সঙ্গে।
তিনি বলেন, প্রায় ৫৩ বছর যাবত তার ৮-১০ বিঘা জমিতে প্রতি বছরই বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন সবজি ফসলের চাষ করে আসছেন। এছাড়াও তার জমিতে রয়েছে আম, লিচু, কদবেল, নারিকেল সহ বিভিন্ন ফলজ গাছের সমারোহ।
হাজী আরদোশ আলী ফকির আরও বলেন, কিছুদিন ধরে কপি বিক্রি শুরু করেছি। ফলন খুব ভালো হয়েছে। উৎপাদন খরচ বাদে প্রতি বছর শুধু ফুলকপিতেই তার প্রায় দেড়-দুই লাখ টাকা আয় হয়ে থাকে বলে তিনি জানান।
জেবি/এসবি