নিম্নমানের পেঁয়াজের বীজ বিক্রির অভিযোগ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৫ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৩


নিম্নমানের পেঁয়াজের বীজ বিক্রির অভিযোগ
ক্ষতিগ্রস্থ কৃষক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রতারনা করে উন্নতমানের পেঁয়াজের বীজ দেবার কথা বলে নিম্নমানের বীজ বিক্রির অভিযোগ উঠেছে বিল্লাল ফকির নামের একজনের বিরুদ্ধে। তার প্রতারনার শিকার হয়ে নিম্নমানের পেঁয়াজের বীজ ক্রয়করে কাদের মন্ডল নামের এক কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে । 


এঘটনায়  ক্ষতিগ্রস্থ ঐ কৃষক প্রতিকার চেয়ে উপজেলা নির্বাাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।  


ক্ষতিগ্রস্থ কৃষক কাদের মন্ডল জানান,  বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া গ্রামের  মৃত বিশে ফকিরের ছেলে বিল্লাল ফকির ( ৩৫) উন্নতমানের লালতীর পেঁয়াজের দানা বিক্রির কথা বললে আমি সরল বিশ্বাসে আমার জামায়ের মাধ্যমে তার নিকট থেকে  প্রতিকেজি  ৫ হাজার টাকা দরে ৩ কেজি পেঁয়াজের বীজ ক্রয়করে  হালি চারা তৈরীর জন্য জমিতে বপন করে সঠিক পরিমানে সার বীজ, কীটনাশক ও সেচ দিলেও  ফলন ভালো না হয়ে মরক ধরা শুরু করেছে।  আমি ধার দেনা হয়ে  পেঁয়াজের বীজ ক্রয়সহ চাষাবাদে প্রায়  লক্ষাধীক টাকা ব্যায় করলেও সবই লোকসানে গেছে। এবিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ দায়ের করেছি।

 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন আমরা অভিযোগ পেয়েছি।  তদন্তপূর্বক প্রয়োযনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


আরএক্স/