ডিমলায় রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৯ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৩


ডিমলায় রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ
রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ

নীলফামারীর ডিমলায় সদর ইউনিয়নের আবহাওয়া অফিস পাড়ায় আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ১৫০ বিঘা জমিতে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


এ উপলক্ষে সোমবার (৩০ জানুয়ারী) সকালে ডিমলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, তবিবুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ ডিমলা,বেলায়েত হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নীরেন্দ্রনাথ রায় ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,আয়েশা সিদ্দিকা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, আনোয়ারুল হক সরকার মিন্টু সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ ডিমলা উপজেলা শাখা।


উপপরিচালক কৃষিবিদ ড.এস.এম আবু বকর সাইফুল ইসলাম'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী।


কৃষিবিদ ড.এস.এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মধ্যমে দেশের কৃষকেরা উপকৃত হচ্ছে। এছাড়া স্বল্প খরচে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে সুফল পাচ্ছে তারা। 


জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ  বলেন, দেশে দিন দিন জমির পরিমাণ কমছে, মানুষের সংখ্যা বাড়ছে।খাদ্য উৎপাদন বাড়াতে হলে চাষাবাদে যান্ত্রিকীকরণ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এক টুকরো কৃষি জমিও খালি রাখা যাবে না। কৃষি জমির যথাযথ ব্যবহার করতে হবে।