ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:০৩ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩


ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)"স্মার্ট লাইব্রেরি স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। 


দিবসটি উপলক্ষে রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে র‍্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ। 


র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে সমবেত হয়। র‍্যালি পরবর্তী আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. শেখ আবদুস সালাম বলেন, একটি জাতিকে বাঁচিয়ে রাখতে লাইব্রেরির ভূমিকা অপরিসীম। সুতরাং জাতি গঠনে শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী হতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।


উল্লেখ্য, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস. এম আব্দুল লতিফের নেতৃত্বে র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড.আলমগীর হোসেন ভুঁইয়া।


আরএক্স/