Logo

চাষাড়ায় গুলিবিদ্ধ হোটেল ম্যানেজারের মারা গেছেন

profile picture
জনবাণী ডেস্ক
৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১৫:৫৬
চাষাড়ায় গুলিবিদ্ধ হোটেল ম্যানেজারের মারা গেছেন
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার দিবগত রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের চাষাড়ায় বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে ভবন মালিকের গুলিতে আহত হোটেলের ম্যানেজার কাজল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার দিবগত রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

নিহত শফিউর রহমান কাজল (৫২) নারায়ণগঞ্জের বন্দরের কুশিয়ারা এলাকার মৃত শাহ আলম মিয়ার ছেলে। তিনি ‘সুলতান ভাই কাচ্চি’ নামের রেস্টুরেন্টের  জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ কাজল রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মানা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজন ও থানা পুলিশকে ঘটনা জানানো হয়েছে।

নিহতের বোন জামাতা রবিউল আওয়াল বলেন, একটা মানুষকে শহরের মধ্যে প্রকাশ্যে গুলি করে মারা হলো। এর চেয়ে দুঃখ জনক কিছু হতে পারে না। আমরা এর বিচার চাই। সুষ্ঠু বিচার চাই। ওদের ফাঁসি চাই।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, গুলি করার ঘটনায় ইতিমধ্যে মামলা করেছে রেস্তোরাঁর মালিক। সেহেতু তিনি মারা গেছেন সেটি হত্যা মামলা হবে। মামলার দুই আসামীকে ইতিমধ্যে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD