শহীদ রাউফুন বসুনিয়া দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৩


শহীদ রাউফুন বসুনিয়া দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা
বাংলাদেশ ছাত্রলীগ

শহীদ রাউফুন বসুনিয়া দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল সংলগ্ন বসুনিয়া তোরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ছাত্রলীগ।

 

সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বসুনিয়া তোরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 


এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।


১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারী  রাত আনুমানিক ১১ টার দিকে স্বৈরাচার বিরোধী এক মিছিলে নেতৃত্বদানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুলের সামনে তৎকালীন সরকার সমর্থক ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও বাকশাল সমর্থিত জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাউফুন বসুনিয়া। 


বসুনিয়ার রক্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ রঞ্জিত হলে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান হয় এবং এর ফলশ্রুতিতে   স্বৈর শাসক এরশাদের পতন হয়। গনতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাউফুন বসুনিয়ার স্মৃতি অম্লান থাকবে চিরকাল।


আরএক্স/