বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে তল্লাশি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৫৭ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩


বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে তল্লাশি
বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে তল্লাশি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ‘ইন্ডিয়া দ্য মোদী কোয়েশ্চন’ শিরোনামে দুই পর্বের একটি তথ্যচিত্র তৈরি করে বির্তকের মধ্যে রয়েছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসি।


এদিকে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে ভারতের আয়কর কর্মকর্তারা তল্লাশি অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১১টায় আয়কর বিভাগে ৬০-৭০ জনের একটি দল দিল্লি অফিসে পৌঁছায়। সেই সময় অফিসে উপস্থিত থাকা সংবাদকর্মীদের মোবাইল ফোন জমা রেখে দেন আয়কর কর্মকর্তারা। তার পর চলে তল্লাশি এবং অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কারও সঙ্গে তথ্য শেয়ার না করতে নির্দেশ দেয়া হয়। তবে তল্লাশি শেষ হলে ফোন ফেরত দেয়া হয়।


প্রথমে মনে করা হয়েছিল, শুধুমাত্র বিবিসির দিল্লির অফিসেই হানা দিয়েছে আয়কর দপ্তর। পরে জানা যায়, মুম্বইয়ের অফিসেও ঢুকে সমীক্ষা চালাচ্ছে তারা।


এদিকে আয়কর বিভাগের কর্মকর্তারা বলেছেন, কর ফাঁকির তদন্তের অংশ হিসাবে দিল্লি এবং মুম্বাইতে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) অফিসে একটি জরিপ চালিয়েছে।


সিনিয়র কর্মকর্তারা বলেন, আমাদের কিছু স্পষ্টীকরণের প্রয়োজন ছিল এবং তার জন্য আমাদের দল বিবিসি অফিসে গেছে এবং আমরা একটি জরিপ চালাচ্ছি। আমাদের কর্মকর্তারা অ্যাকাউন্ট বই ও কাগজপত্র পরীক্ষা করতে গেছেন, এগুলো কোনো তল্লাশি নয়।


কর্মকর্তারা দাবি করেছেন বিভাগটি কেবল তার ব্যবসায়িক ক্রিয়াকলাপ এবং আন্তর্জাতিক কর ও স্থানান্তর মূল্যের অনিয়মে বিবিসির বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তল্লাশি চালানো হচ্ছে।


বিবিসি কতৃপক্ষ এখনও পর্যন্ত এই তল্লাসি অভিযানের বিষয়ে কোনও মন্তব্য করেনি।