ভালুকায় কারখানার প্রাচীর নির্মাণকালে শ্রমিকের মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৮ এএম, ২০শে ফেব্রুয়ারি ২০২৩

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার প্রাচীর নির্মাণকালে জয় আহম্মেদ নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঠালী রোর ফ্যাশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে জয়ের লাশটি উদ্ধার করে।
নিহত জয় উপজেলার বাঁশিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি গত দু’বছর ধরে পৌরসভার কাঠালী গ্রামের রোর ফ্যাশনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ফ্যাক্টরির পশ্চিম অংশে মাটি কাটার পর জয় ও প্রদীপ নামের দুই শ্রমিক সীমানা প্রাচীরের জন্য বেইজের কাজ করছিলেন। এ সময় পাশের মাটির দেয়াল তাদের ওপর ধসে পড়ে। পরে প্রদীপ লাফ দিয়ে বেঁচে গেলেও জয় পড়ে যান মাটির নিচে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে জয়ের লাশ উদ্ধার করেন। পরে তারা লাশ পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ তার লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
