বিএনপি সার্চ কমিটি মানে না: ফকরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিএনপি সার্চ কমিটি মানে না। নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা ও বিচার হওয়া উচিৎ। বিএনপি তাদের বিরুদ্ধে মামলা করবে কি না তা ভবিষ্যতের বিষয়। কারণ মামলা করে এই দেশে কোন লাভ হয় না আর বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। সার্চ কমিটির চিঠি দেয়া বা না দেয়া নিয়ে কোনো আগ্রহ নেই বিএনপির।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাসভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
বিএনপির মহাসচিব বলেন, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো কি না এটা পরে সিদ্ধান্ত নিব। কারণ এই দেশে মামলা করেও কোন লাভ হয় না।
ফখরুল বলেন, আওয়ামী লীগ মানুষের ভাষা বোঝে না। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে গোলাগুলিতে শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। এর ফলে নির্বাচন ব্যবস্থার ওপর অন্যান্য রাজনৈতিক দল ও মানুষের আস্থা নেই। তাই সার্চ কমিটি ও নির্বাচন কমিশন এখন কোনো গুরুত্ব বহন করে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন কমিশনকে দখল করে নেয় , তাদের মতো করে নির্বাচন পরিচালনা করে।
তিনি আরো বলেন, ‘এই সরকারের অধিনে আগামী কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আর দলকে নতুন ভাবে সাজানো হচ্ছে, অঙ্গসংগঠন ও মূলদল এর কমিটি নতুন ভাবে গঠন করা হবে খুব দ্রুত। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক ভাবে আমরা আলোচনা করতেছি।’
জাতীয় ঐক্য গঠনে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা চলছে বলে জানান বিএনপি মহাসচিব।
এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন, অর্থসম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/