কলকাতায় অ্যাডিনোভাইরাসে প্রাণ গেল এক শিশুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩
ভারতের পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক শিশু মারা গেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কলকাতার বিধান চন্দ্র রায় (বি সি রায়) শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটে অ্যাডিনোভাইরাসের কারণে মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বাসিন্দা স্বপন রায় এবং লক্ষ্মী রায়ের ৯ মাসের শিশুকন্যাকে জ্বর নিয়ে কলকাতার ফুলবাগানের বি সি রায় হাসপাতালে ভর্তি করা হয়। ১১ ফেব্রুয়ারি সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
বাড়ি ফেরার পর ফের তার জ্বর আসে। এবার তার জ্বর কিছুতেই কমছিল না। ফলে আবারও তাকে বি সি রায় হাসপাতালের বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও জ্বর না কমেনি। পরে ১৯ ফেব্রুয়ারি আবারও তাকে কলকাতার ফুলবাগানের বিধান চন্দ্র রায় (বি সি রায়) শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির বাবা স্বপন রায় জানান, শনিবার সকালে আমার মেয়ের প্রচুর জ্বর আসে। ওইসময় তার আইসিইউ দরকার ছিল। তবে হাসপাতালে তখন আইসিইউ বেড খালি ছিল না। আমি অন্য হাসপাতালে নিয়ে যাওয়া কথা বলি, কিন্তু চিকিৎসকরা আমার কোনো কথা শুনতে চাননি।
শিশুটির মা লক্ষ্মী রায় অভিযোগ করেন, চিকিৎসকরা ঠিকমতো চিকিৎসা করেননি বলেই শিশুটি মারা যায়।
জেবি/এসবি