পেঁয়াজ রফতানি বন্ধ করেনি ভারত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩


পেঁয়াজ রফতানি বন্ধ করেনি ভারত
ছবি: দ্য হিন্দু

আকস্মিকভাবে বিশ্ব বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। এছাড়াও বিশ্বের একাধিক দেশে হঠাৎ পেঁয়াজের সংকটও দেখা দিয়েছে। ফলে ভারত পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করে কিনা সেটা নিয়েও শঙ্কা ছিল।


তবে দেশটির কেন্দ্রীয় সরকার বলছে, ভারতের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা বা পদক্ষেপ নেওয়া হয়নি।


রবিবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।


প্রতিবেদনে বলা হয়েছে, পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করার কোনও পদক্ষেপ নেই বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।


দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন, ভারত থেকে কোনও দেশে পেঁয়াজ রফতানির ওপর কোনও নিষেধাজ্ঞা নেই।


দ্য হিন্দু তাদের প্রতিবেদনে বলছে, গত বছরের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভারতের পেঁয়াজ রফতানি ধারাবাহিকভাবে প্রতি মাসে ৪০ মিলিয়ন মার্কিন ডলারের ওপরেই হয়েছে। এর ফলে কৃষকরা উপকৃত হয়েছেন বলে ভারতীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন।


ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিশ্বজুড়ে পেঁয়াজের ঊর্ধ্বমুখী দামে ক্রেতারা অনেকটা নাজেহাল হয়ে পড়েছেন। ফিলিপাইনের নাগরিকরা ইতোমধ্যেই রান্নার উপকরণের তালিকা থেকে পেঁয়াজ বাদ দিতে শুরু করেছেন। এছাড়া পেঁয়াজের দামবৃদ্ধির ফলে বেড়েছে অবৈধভাবে পেঁয়াজ পাচারের আশঙ্কাও।


মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বিভিন্ন জায়গায় এখনও বাড়ছে পেঁয়াজের দাম। এতে করে বৃদ্ধি পেয়েছে সামগ্রিক মূল্যবৃদ্ধির আশঙ্কাও। মরক্কো, তুরস্ক ও কাজাখস্তানের মতো দেশগুলো তাই পেঁয়াজের সরবরাহ অবিচ্ছিন্ন রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের মতে, বিশ্বজুড়ে অন্যান্য সবজির সরবরাহেও পড়েছে প্রভাব।

সূত্র: দ্য হিন্দু