ফিলিস্তিনিদের গুলিতে ইসরাইলি-আমেরিকান নাগরিক নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৩


ফিলিস্তিনিদের গুলিতে ইসরাইলি-আমেরিকান নাগরিক নিহত
ঘটনা স্থলে সেনাবাহীনির টহল

পশ্চিম তীরের জেরিকোতে ফিলিস্তিনিদের গুলিতে এক ইসরাইলি-আমেরিকান নাগরিক মারা গেছেন। ইসরাইলি কর্মকর্তারা জানায়ান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) একটি মহাসড়কে ফিলিস্তিনি আক্রমণকারীরা চলন্ত গাড়ি থেকে কয়েকটি হামলা চালায়। এতে একজন ইসরায়েলি-আমেরিকান নিহত হন।


নিহতদের নাম এলান গেনালস। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, নিহত ব্যক্তি তাদের দেশের নাগরিক ছিলেন।


কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম  আল জাজিরার জানিয়েছে, পশ্চিমতীরের নাবলুসের হুয়ারা এলাকায় ইসরাইলি সেটলাররা ফিলিস্তিনিদের বাড়িঘরে তাণ্ডব চালায়। এতে একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই কাহিনীর পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


এর আগে রবিবার পশ্চিমতীরে দুই ইসরাইলি নাগরিক গুলিতে নিহত হয়। পবিত্র রমজান মাস সামনে রেখে দ্বন্দ্ব নিরসনকারীরা যখন উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে, তারমধ্যে এসব ঘটনা ঘটছে।


জেবি/এসবি