চাকরি হারানোর শঙ্কায় লাখো মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:২০ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৩
ডলার সংকটে প্রয়োজনীয় কাঁচামাল আনতে না পারায় স্থবির হয়ে পড়েছে পাকিস্তানের শিল্প খাত। অনেক কলকারখানা উৎপাদন কমিয়ে দিয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান বন্ধই হয়ে গেছে। এমন পরিস্থিতিতে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন লাখো মানুষ।
অর্থনৈতিক দুরবস্থার সবচেয়ে বড় প্রভাব পড়েছে পাকিস্তানের টেক্সটাইল খাতে। ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন পাকিস্তানের (এনটিইউএফ) মহাসচিব নাসির মানসুর বলেছেন, নতুন করে কমপক্ষে ১০ লাখ কর্মী (ইনফর্মাল ওয়ার্কার) চাকরি হারাবেন। যার বেশিরভাগ হবে টেক্সটাইল খাতের।
এশিয়ার অন্যতম বড় টেক্সটাইল পণ্য উৎপাদন ও রপ্তানিকারক দেশ পাকিস্তানের টেক্সটাইল পণ্য রপ্তানির পরিমাণ ১৪ দশমিক ৮ শতাংশ কমেছে। ২০২২ সালের জানুয়ারিতে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের টেক্সটাইল পণ্য রপ্তানি করেছিল ইসলামাবাদ। কিন্তু ২০২৩ সালের জানুয়ারিতে রপ্তানির পরিমাণ ছিল ১ দশমিক বিলিয়ন ডলার।
এর আগে ২০২২ সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে পাকিস্তান। এই বন্যায় দেশটির ৪৫ ভাগ তুলা ভেসে যায়। ক্ষতি পুষিয়ে নিতে এবং উৎপাদন অব্যাহত রাখতে বিদেশ থেকে তুলা আমদানি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় সেটিও সম্ভব হচ্ছে না।
এ বছরের শুরুতেই একটি সংবাদ সম্মেলনে টেক্সটাইল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ৭০ লাখ মানুষ ইতোমধ্যে কর্মহীন হয়ে পড়েছেন।
সূত্র: দ্য নিউজ