গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে প্রাণ গেল ২৯ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৩


গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে প্রাণ গেল ২৯ জনের
ঘটনা স্থলের বর্তমান অবস্থা

গ্রিসে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৯ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৮৫ জন।


স্থানীয় সংবাদমাধ্যমে বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এতথ্য জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে লারিসার পাশে দুর্ঘটনাটি ঘটে।


আল জাজিরার জানায়, এথেন্স থেকে একটি যাত্রীবাহী ট্রেন উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির দিকে এবং থেসালোনিকি একটি পণ্যবাহী ট্রেন লারিসের দিকে যাচ্ছিল। একপর্যায়ে গভীর রাতে লারিসার কেন্দ্রীয় শহরের বাইরে দুর্ঘটনাটি ঘটে।


এদিকে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি ফায়ার সার্ভিস। তারা রেলওয়ে ট্র্যাকের পাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষে জীবিতদের সন্ধান করছে।


থেসালি অঞ্চলের গভর্নর কনস্তান্তিনোস অ্যাগোরাস্তোস স্কাই টিভিকে বলেন, ‘সংঘর্ষটি খুবই শক্তিশালী ছিল। যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এরমধ্যে প্রথম দুটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ’


অ্যাগোরাস্তোস আরও জানায়, ট্রেনের ভেতর থেকে প্রায় ২৫০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসে করে তাদের থেসালোনিকি সরিয়ে নেওয়া হয়েছে।


ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে বলেন, ‘সংঘর্ষের তীব্রতার কারণে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে চলছে। ’