সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ৪ঠা মার্চ ২০২৩


সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
সোনিয়া গান্ধী। ফাইল ছবি

সোনিয়া গান্ধী ভারতের রাজধানী দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।


স্যার গঙ্গা রাম হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের রোগ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়েছেন। কিন্তু তার অবস্থা স্থিতিশীল আছে।


হাসপাতালটির একজন মুখপাত্র জানিয়েছেন, সোনিয়া বৃহস্পতিবার (২ মে) তাদের এখানে আসেন এবং পরবর্তীতে ভর্তি হন।


স্যার গঙ্গা রাম হাসপাতালের ট্রাস্টি সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা জানিয়েছেন, ‘জ্বর সংক্রান্ত কারণ’ নিয়ে সোনিয়া গান্ধী চেষ্ট মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অরুপ বসু ও তার টিমের অধীনে আছেন।


বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার অবস্থা স্থিতিশীল আছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


সূত্র: এনডিটিভি