পাকিস্তানে বোমা হামলায় প্রাণ গেল ৯ পুলিশের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২৯ পূর্বাহ্ন, ৭ই মার্চ ২০২৩


পাকিস্তানে বোমা হামলায় প্রাণ গেল ৯ পুলিশের
পাকিস্তানে বোমা হামলা। ছবি: ডন

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় পুলিশের ৯ সদস্য নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন। 


সোমবার (৬ মার্চ) বেলুচিস্তানের বোলান এলাকায় বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে।


বেলুচিস্তানের কাচির জ্যেষ্ঠ পুলিশ সুপার মাহমুদ নোতেজাই দেশটির সংবাদমাধ্যম ডনকে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি বলেছেন, সিবি এবং কাচি সীমান্ত-লাগোয়া বোলানের কামব্রি সেতুতে বিস্ফোরণ ঘটেছে।


বোমা বিস্ফোরণে যারা মারা গেছেন, তারা বেলুচিস্তান প্রাদেশিক পুলিশ বাহিনীর বিশেষ বিভাগ বেলুচিস্তান কনস্ট্যাবুলারির (বিসি) সদস্য। পুলিশের এই বিভাগের সদস্যরা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কারাগারসহ স্পর্শকাতর বিভিন্ন এলাকায় নিরাপত্তাসেবা প্রদান করে।


নোতেজাই বলেছেন, সিবি থেকে কোয়েটায় ফেরার পথে ক্যামব্রি সেতুতে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির সদস্যদের বহনকারী গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে কাছাকাছি এলাকায় বিস্ফোরণ ঘটে।


সরকারি এই কর্মকর্তার তথ্য অনুযায়ী, আত্মঘাতী হামলার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে আলামত পাওয়া গেছে। তবে তদন্তের পরে হামলার সঠিক ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।