কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই জনের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলার খাঁড়াজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ব্যক্তিরা- জেলি আক্তার (২২), সোহরাব আকন্দ (২৪)। নিহত ওই দুজনের ঠিকানা এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাঁড়াজোড়া এলাকায় শুক্রবার সকালে অজ্ঞাত ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা জেলি আক্তার ও সোহরাব আকন্দ নামে দুজন সিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী লাশ দুটি দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে সালনা হাইওয়ে থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান। তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার সকালে অজ্ঞাত ট্রাকের ধক্কায় দুজন নিহত হয়েছেন। তবে ঘাতক ট্রাকটি পালিয়েছে।