জ্বালানি সংকটে ‘বিধ্বস্ত’ পাকিস্তান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ১৩ই মার্চ ২০২৩


জ্বালানি সংকটে ‘বিধ্বস্ত’ পাকিস্তান
ছবি: এশিয়ান লাইট

অর্থনৈতিক সংকটের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে পাকিস্তানের। বৈদিশিক মুদ্রা কম থাকায় ভয়াবহ সংকট চলছে জ্বালানি তেল ও গ্যাসেও। জ্বালানি সংকটে পাকিস্তান অনেকটা ‘পঙ্গু’ হয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এশিয়ান লাইট।


বার্তা সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত পাকিস্তান থেকে জ্বালানি আফগানিস্তানে পাচার করা হয়। এমন সংকটের মধ্যে প্রতিবেশী ইরানের সঙ্গে পাকিস্তানের অনানুষ্ঠানিক বাণিজ্য সমৃদ্ধ হচ্ছে।


বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে তৈরি করা খারাপ বৈদেশিক নীতির কারণেই পাকিস্তান এমন অবস্থায় পড়েছে। ইউক্রেনের সংঘাত বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ করেছে।


প্রতিবেদনে এশিয়ান লাইট বলেছে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা প্রক্সি যুদ্ধে জড়িয়েছে। এমন অবস্থার মধ্যেও রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাড় আদায় করে নিয়েছে সৌদি আরব, ভারত ও তুরস্ক। তবে সেটি আদায় করতে পারেনি সংকটে থাকা পাকিস্তান। 


পাকিস্তানে একটি বিশাল জনসংখ্যা রয়েছে। বেশিরভাগ জ্বালানি শক্তি আমদানি করে দেশটি। আগে থেকেই ইরানের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক খুব বেশি বড় নয়। এটি তারা বাড়ানোর চেষ্টা করেনি। ইরান বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর একটি। দুই দেশের মধ্যে বড় সীমান্ত থাকলেও পাকিস্তান ইরানের সম্পর্ক তলানিতেই রয়ে গেছে।


এই বিষয়টি পাকিস্তানের বর্তমান সরকার সংশোধনের চেষ্টা করছে। পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সাম্প্রতিক ইরান সফরে উভয় পক্ষ বিনিময় বাণিজ্য এবং সীমান্ত রক্ষণাবেক্ষণের বাজার চালু করার বিষয়ে আলোচনা করেছিল। দুই দেশের মধ্যে কিছু জ্বালানি প্রকল্প নিয়ে আগে থেকেই ঝামেলা চলছে। প্রকল্প বাস্তাবায়ন না করায় পাকিস্তানের বিরুদ্ধে বড় অংকের মামলা করতে পারে ইরান।

সূত্র: এশিয়ান লাইট