৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরাইল বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৩৮ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৩
অধিকৃত পশ্চিম তীরে তল্লাশির সময় ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।
রবিবার (১২ মার্চ) পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুস শহরের কাছে ঘটনাটি ঘটে।
নিহতরা ব্যক্তিরা, জিহাদ মোহাম্মদ আল-শামি (২৪), উদয় ওসমান আল-শামি (২২) ও মোহাম্মদ রাঈদ দাবিক (১৮)।
ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, ফিলিস্তিনি বন্দুকধারীরা গুলি ছোঁড়লে নিজেদের রক্ষায় তারাও গুলি চালায়। এ সময় তিনজনের মৃত্যু এবং একজনকে গ্রেফতার করা হয়।
এর আগে, সর্বশেষ গত ৮ মার্চ পশ্চিম তীরের জেনিন শহরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা।
চলতি বছর ইসরাইলি সেনাবিহীনদের গুলিতে এখন পর্যন্ত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।