ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে প্রাণ গেল ৮ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৩


ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে প্রাণ গেল ৮ জনের
ব্রাজিলে ভয়াবহ ভূমিধস

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে অন্তত ৮জনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে মা-মেয়ে ও চার শিশুও রয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বেশ কিছু লোক। ভূমিধসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।


সোমবার(১৩ মার্চ) দেশটির মানাউস শহরে এই ভয়াবহ ভূমিধসের এ ঘটনা ঘটে। দুর্যোগের পর অ্যামাজন সংলগ্ন অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।


জানা যায়, কয়েক দিন ধরে ওই অঞ্চলে লাগাতার বৃষ্টি হচ্ছে। এ কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দলও। স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তারা ইতোমধ্যে কয়েকটি মরদেহ বের করে এনেছেন। তবে ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বেশ কিছুসংখ্যক লোক। জীবিত ও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, গেল কয়েক বছরগুলোতে ব্রাজিল বেশ কয়েকটি মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের শিকার হয়েছে। এ বছরের ২৩ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলো রাজ্যে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা প্রায় ৪৬ জন নিহত হন।