ইউটিউবার এমপিকে বহিষ্কার করল জাপান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:০৫ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৩
ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে নিয়মিত সেলিব্রেটির গসিপ নিয়ে করেন আলোচনা করেন ইয়োশিকাজু হিগাশিতানি। সেখান থেকেই পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তার সূত্র ধরেই তিনি হয়ে যান জাপানের পার্লামেন্ট সদস্য।
তবে এমপি হলেও কোনোদিনও পার্লামেন্টে যাননি তিনি। আর সেকারণেই মঙ্গলবার (১৪ মার্চ) সিনেট সহকর্মীরা এই ইউটিউবারকে বহিষ্কার করেছেন।
জানা গেছে, সাত মাস আগে নির্বাচিত হলেও ইয়োশিকাজু একবারও পার্লামেন্টে যাননি। আর সেকারণেই সংসদের ডিসিপ্লিন কমিটি (শৃঙ্খলা কমিটি) তার পদ বাতিল করার সিদ্ধান্ত নেয়। গত জুলাই মাসে জাপান পার্লামেন্টের উচ্চকক্ষের প্রতিনিধি হিসেবে ইয়োশিকাজুকে নির্বাচিত করে। তিনি সবার কাছে গাসি নামেই পরিচিত।
এর আগে ১৯৫০ সালের পর থেকে এ পর্যন্ত জাপানে দুই বার সংসদ সদস্যকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। ‘অদেখা এমপি’র খেতাব পাওয়া ওই ইউটিউবার বর্তমানে সংযুক্ত আর আমিরাতে বাস করছেন বলে মনে করা হচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সেলিব্রেটি গসিপ নিয়ে পরিচালনা করা নানা অনুষ্ঠানের কারণে মানহানি ও প্রতারণা মামলায় গ্রেফতার হতে পারেন সেই শঙ্কা থেকে পার্লামেন্টে হাজির হতে অস্বীকৃতি জানান ইউটিউবার ইয়োশিকাজু।