ইমরান খানের বাসভবনে দফায় দফায় সংঘর্ষে ‘রণক্ষেত্র’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:০৫ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৩
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের জামান পার্কের বাসভবন ঘিরে রেখেছে দেশটির পুলিশ। নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানকে গ্রেফতার করতে ইসলামাবাদ পুলিশের একটি দল ও লাহোর পুলিশ সেখানে অবস্থান করছে।
আদালতের নির্দেশ পালন করতে ইমরান খানকে গ্রেফতার করতে গতকাল থেকে লাহোরে অবস্থান করছেন ইসলামাবাদের একদল পুলিশ।
অভিযোগ রয়েছে, পুলিশকে লক্ষ্য করে পিটিআই সমর্থকরা ইট, পাটকেল ছুড়েছে। এতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।
জানা গেছে, ইমরান খানকে গ্রেফতারে তার বাসভবন ঘিরে রাখার নেতৃত্ব দিচ্ছেন ডিআইজি শাহজাদ বুখারি।
সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের বাসভবনের বাইরে তার শত শত সমর্থক জড়ো হয়েছেন। যেকোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
পিটিআই নেতা ফারুক হাবিব বলেছেন, তিনি পুলিশের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন। পুলিশের এই পদক্ষেপ ইমরান খানের জন্য বিপজ্জনক বলে তিনি উল্লেখ করেছেন।
সূত্র: ডন নিউজ