রমজান মাসে কর্মঘণ্টা কমালো আমিরাত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৪৪ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৩


রমজান মাসে কর্মঘণ্টা কমালো আমিরাত
প্রতীকী ছবি

পবিত্র রমজান মাসে বেসরকারি খাতের কর্মীদের অফিসে নতুন কর্মঘণ্টা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এক বিবৃতিতে বেসরকারি খাতের কর্মীদের কর্মঘণ্টা সাধারণ সময়ের তুলনায় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মন্ত্রণালয় বলেছে, পবিত্র রমজান মাসে বেসরকারি খাতের কর্মীদের অফিসের কর্মঘণ্টা সাধারণ সময়ের তুলনায় দুই ঘণ্টা কমানো হয়েছে। সাধারণত আমিরাতে বেসরকারি খাতের কর্মীরা দিনে আট ঘণ্টা বা সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করেন। রমজান মাসে সেই সময় কমিয়ে দিনে ছয় ঘণ্টা বা সপ্তাহে ৩৬ ঘণ্টা করা হয়েছে।


মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কাজের প্রয়োজনীয়তা ও ধরন অনুযায়ী, কোম্পানিগুলো রমজান মাসে দৈনিক কাজের সময়সীমার মধ্যে নমনীয় বা দূরবর্তী কাজের কৌশল প্রয়োগ করতে পারে।


রমজান মাসে কাজের অতিরিক্ত সময় ‘ওভারটাইম’ হিসাবে বিবেচনা করা যেতে পারে। এ জন্য কর্মীদের অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে।


এর আগে, আমিরাতের সরকারি মানবসম্পদ কর্তৃপক্ষ পবিত্র রমজান মাসে সরকারি কর্মীদের জন্য অফিসে কাজের সময় নির্ধারণ করে দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশটির বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি কর্তৃপক্ষের অফিসের কাজের সময় সোম থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা করা হয়।


সূত্র: খালিজ টাইমস