শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৩


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড
ফাইল ছবি

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জনায়, বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে।


সংবাদ সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডসে ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিলো ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এ ঘটনার পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।


নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে সংবাদ সংস্থা মিরর জানিয়েছে, ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। দক্ষিণ কেরমাডেক দ্বীপপুঞ্জ আপাতত সুনামির হুমকিতে নেই।