কঙ্গোতে সন্ত্রাসী হামলায় প্রাণ গেল ২২ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৩
মধ্য আফ্রিকার দেশ কঙ্গো। দেশটিতে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ মার্চ) সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি এবং নর্থ কিভু প্রদেশের বেশ কয়েকটি গ্রামে গত ১৮ মার্চ সন্ত্রাসীদের হামলায় এই প্রাণহানি ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে ইতুরি প্রদেশের ১২ জন এবং নর্থ কিভু প্রদেশের ১০ জন রয়েছেন। এ ছাড়া নর্থ কিভু প্রদেশের মাউন্ট কিয়াভিরিমুর এনগুলি গ্রাম থেকে ৩জনকে অপহরণ করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় দায়ী করা হচ্ছে কোঅপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো বা কোডেকো নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীকে।
জেবি/এসবি