রেলস্টেশনের টিভিতে চলল পর্ণ ভিডিও


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৩


রেলস্টেশনের টিভিতে চলল পর্ণ ভিডিও
ছবি: টাইমস অব ইন্ডিয়া

রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে ছিলো যাত্রীরা। হঠাৎ সবার চোখ চলে গেল প্ল্যাটফর্মের টিভির দিকে। স্টেশনে লাগানো টিভিতে চলছে পর্ণ ভিডিও। টানা প্রায় তিন মিনিট ধরে স্টেশনের টিভিতে চলে পর্নোগ্রাফিক ওই ক্লিপ।


রবিবার (১৯ মার্চ) ভারতের বিহার রাজ্যের পাটনার রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। 


সোমবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।


তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পাটনা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে পর্নোগ্রাফিক ক্লিপ চালানোর ঘটনা ঘটেছে। এসময় বহু যাত্রী তাদের ট্রেনে চড়ার জন্য অপেক্ষা করছিলেন এবং টানা তিন মিনিট ধরে রেলওয়ে স্টেশনের ১০ প্ল্যাটফর্মের সবগুলোর টিভি স্ক্রিনে পর্ন ভিডিও চলে। এতে স্টেশনে অপেক্ষারত যাত্রীরা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে দানাপুরের ডিআরএম অফিসের মুখপাত্র প্রভাত কুমার বলেন, ‘আমরা এই ঘটনায় তদন্ত শুরু করেছি এবং ওই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করেছি। এছাড়া আমরা ওই কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছি। এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা এই কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করব।’


সূত্র: টাইমস অব ইন্ডিয়া