রমজান উপলক্ষে হাজারেরও বেশি সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৩


রমজান উপলক্ষে হাজারেরও বেশি সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি
ফাইল ছবি

পবিত্র রমজান মাস শুরু হতে চলেছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে বুধবার বা বৃহস্পতিবার থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাহে রমজান শুরু হতে পারে।


রমজানকে সামনে রেখে দেশে দেশে শুরু হয়েছে প্রস্তুতি। আর পবিত্র এই মাস উপলক্ষে এক হাজারেরও বেশি বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছে আবর আমিরাত সরকার। 


মঙ্গলবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।


প্রতিবেদনে বলা হয়েছে, রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ কারাগার থেকে ১ হাজার ২৫ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষমাপ্রাপ্ত এসব বন্দিকে বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল।


খালিজ টাইমস তাদের প্রতিবেদনে বলছে, পবিত্র রমজান মাস-সহ গুরুত্বপূর্ণ ইসলামিক নানা উপলক্ষকে কেন্দ্র করে বন্দিদের ক্ষমা করা সংযুক্ত আরব আমিরাতের শাসকদের খুবই সাধারণ অভ্যাস। আমিরাতের প্রেসিডেন্টের এই ক্ষমা ঘোষণা মুক্তিপ্রাপ্ত বন্দিদের তাদের ভবিষ্যৎ নতুন করে গঠনের এবং সফল সামাজিক ও পেশাগত জীবনযাপনের পাশাপাশি নিজেদের পরিবার ও সম্প্রদায়ের সেবায় ইতিবাচকভাবে অবদান রাখার সুযোগ দেয়।


সূত্র: খালিজ টাইমস