অবশেষে আইএমএফের ঋণ পাচ্ছে শ্রীলঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:১৪ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩
অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে ঋণ দেওয়ার বিষয়ে প্রায় ১ বছর ধরে আলোচনা করছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। অবশেষ সমঝোতায় পৌঁছাতে পেরেছে দেশটি। ৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে তারা।
সংবাদ সংস্থা বিবিসি বলছে, স্বাধীনতার পর সবচেয়ে খারাপ সময়টা পার করতে থাকা শ্রীলঙ্কা এমনিতেই বিপুল ঋণের ভারে জর্জরিত। কিন্তু বিদেশি মুদ্রার সঙ্কটে করুণ দশার মধ্যে আইএমএফ এর ওই ঋণ দেশটির ‘টিকে থাকার সহায়’ হতে পারে বলে মনে করা হচ্ছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি বিবিসিকে জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং বিমান পরিবহন সংস্থার বেসরকারিকরণের মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনা করছে সরকার।
তবে, বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই সংকট উত্তরণে কঠিন পথ পাড়ি দিতে হবে শ্রীলঙ্কাকে।
করোনা মহামরি মধ্যে পর্যটন বন্ধ হয়ে গেছে শ্রীলঙ্কার অর্থনীতি বড় ধাক্কা খায়। বড় বড় অবকাঠামো নির্মাণের জন্য চড়া সুদে নেওয়া বিদেশি ঋণ তখন হয়ে ওঠে গলার কাঁটা।