পাকিস্তান-আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেল ১১ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৩
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী বাদাকসানের জুর্ম শহরে শক্তিশালী ভূমিকম্পের ১১ জনের প্রাণহানি হয়েছে। এরমাধ্যে শুধু পাকিস্তানে ৯ জন এবং আফগানিস্তানে দুজন রয়েছেন।
মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যার পর এ ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, জুর্ম শহরের ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। মাটির ১৮৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে এটি উৎপত্তি হয়। জুর্ম শহরটি আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল হিন্দুকুশের কাছে অবস্থিত।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমী জানান, ভূমিকম্পের আঘাতে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে কমপক্ষে আরও আটজন আহত হয়েছেন।
অপরদিকে, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া। বিলাল ফাইজি নামে খাইবার পাখতুনখাওয়ার আঞ্চলিক উদ্ধার সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে কোথাও কোথাও ভূমিধসের ঘটনা ঘটে, এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগেরই প্রাণ গেছে ভবনের ছাদ ধসে পড়ে।