এবার ব্যাংক বিক্রির সিদ্ধান্ত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


এবার ব্যাংক বিক্রির সিদ্ধান্ত
সিলিকন ভ্যালি ব্যাংক

বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক কেনার জন্য আগ্রহী কাউকে পাওয়া যায়নি। একক ক্রেতা না পাওয়ায় এবার ব্যাংকটিকে দুটি ইউনিটে ভাগ করে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সাময়িকভাবে ব্যাংকটি এখন মার্কিন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) অধীনে রয়েছে। তারাই ব্যাংকটিকে দুটি ইউনিটে ভাগ করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্সের


আমানতে ধস নামার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যায়। তখন সাময়িকভাবে ব্যাংকটির দায়িত্ব নেয় এফডিআইসি। এর পর থেকে ব্যাংকটি বিক্রির জন্য ক্রেতা খুঁজছে সংস্থাটি।


খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যর্থ ব্যাংকগুলোর অন্যতম ক্রেতা প্রতিষ্ঠান ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ারস ইনকরপোরেটেড পুরো সিলিকন ভ্যালি ব্যাংকটি কিনে নেওয়ার জন্য নিলাম প্রস্তাব জমা দিয়েছে। এখন যদি ভাগ ভাগ করে এসভিবি বিক্রি হয়, তাহলেও ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ারস ওই নিলামে অংশ নিতে পারে।


তবে এ বিষয়ে ফার্স্ট সিটিজেনস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘বাজারের গুজব বা অনুমান সম্পর্কে মন্তব্য করে না’।