পদ হারালেন রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৫শে মার্চ ২০২৩
‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছরের কারাদণ্ড পাওয়া রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
শুক্রবার (২৪ মার্চ) সচিবালয়ের লোকসভার পক্ষ থেকে এ কথা জানানো হয়।
মোদী পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) গুজরাটে সুরাট জেলা আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয়। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাহুলের সংসদ সদস্য পদ বাতিল করা হলো।
এই পরিস্থিতিতে শুক্রবার নরেন্দ্র মোদী সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলোকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে কংগ্রেস। এদিন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
আইন অনুযায়ী, সংসদ সদস্য পদ বাতিল হওয়ায় রাহুল অন্তত আগামী ৬ বছর কোনো নির্বাচনে লড়তে পারবেন না।