সরকারবিরোধী বিক্ষোভে ফ্রান্সে একদিনে গ্রেফতার ৪৫৭


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৫৫ পূর্বাহ্ন, ২৫শে মার্চ ২০২৩


সরকারবিরোধী বিক্ষোভে ফ্রান্সে একদিনে গ্রেফতার ৪৫৭
সরকারবিরোধী বিক্ষোভ উত্তাল ফ্রান্স। ছবি: এএফপি

চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ১ দিনে গ্রেফতার করা হয়েছে ৪৫৭ জন বিক্ষোভকারীকে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪৪১ জন পুলিশ সদস্য।


শুক্রবার (২৪ মার্চ) ফ্রান্সের সংবাদমাধ্যম সি নিউজ চ্যানেলকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশজুড়ে প্রচুর পরিমাণে বিক্ষোভমিছিল হয়েছে এবং সেসবের মধ্যে কিছু মিছিল সংঘাতপূর্ণ হয়ে উঠেছিল। গ্রেফতার ও আহতের অধিকাংশ ঘটনায় ঘটেছে প্যারিসে।’


সরকারি-আধাসরকারি-বেসরকারি ক্ষেত্রে পেনশনের বয়স বৃদ্ধি নিয়ে দেশটির সরকারের নেওয়া নতুন সিদ্ধান্তে গত প্রায় দু-সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ফ্রান্সে।


এর আগে গত বৃহস্পতিবার এ সম্পর্কে সি নিউজকে গেরাল্ড ডারমানিন বলেন, সহিংস বিক্ষোভ হচ্ছে—কেবলমাত্র এই কারণে আমরা একটি আইন বাতিল করতে পারি না। 


তিনি আরও বলেছেন, আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু সহিংসতা মেনে নেওয়া হবে না।