তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিখোঁজ ৩৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৩
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ রয়েছে ৩৪ জন অভিবাসন প্রার্থী । তারা সবাই সাব সাহারা অঞ্চলের অধিবাসী বলে জানা গেছে।
এনিয়ে গত ২ দিনে পাঁচটি অভিবাসী বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটল। এতে মারা গেল ৭ জন। নিখোঁজের সংখ্যা সবমিলিয়ে ৬৭।
দেশটির স্থানীয় কর্তৃপক্ষ মনে করছে নৌকাগুলো ইতালির দিকেই যাচ্ছিল।
তিউনিসিয়ার কোস্ট গার্ড গত ২দিনে ইতালিগামী ৫৬টি নৌকা থামিয়ে দেওয়ার কথা জানিয়েছে। দেশটির ন্যাশনাল গার্ড জানায়, অবৈধভাবে দেশ ত্যাগ চেষ্টার সময় তারা ৩ হাজারের বেশি মানুষকে আটক করেছেন।
ইউরোপে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আফ্রিকানদের কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ জায়গা একটা তিউনিসিয়া। দেশটির উপকূল থেকে অনেকেই নৌকায় ভেসে ইতালিতে যাওয়ার চেষ্টা চালায়।