বিক্ষোভে উত্তাল ফ্রান্স, একদিনে গ্রেফতার ৪৫৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৩
ফ্রান্সে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী প্যারিস থেকে একদিনে ৪৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেনল কমেপক্ষে ৪৪১ জন পুলিশ সদস্য।
শুক্রবার (২৫ মার্চ) ফ্রান্সের সম্প্রচার সংবাদমাধ্যম সি নিউজ চ্যানেলকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন।
গেরাল্ড ডারমানিন জানান, ‘দেশজুড়ে প্রচুর পরিমাণে বিক্ষোভমিছিল হয়েছে এবং সেসবের মধ্যে কিছু মিছিল সংঘাতপূর্ণ হয়ে উঠেছিল। গ্রেফতার ও আহতের অধিকাংশ ঘটনায় ঘটেছে প্যারিসে।’
এর আগে ফ্রান্সের পুলিশ সতর্ক করে জানিয়েছিল, জনবিক্ষোভের সুযোগে দেশের নৈরাজ্যবাদী দলগুলো তৎপর হয়ে উঠবে এবং সহিংসতা ছড়াবে।
প্রসঙ্গত, সরকারি-আধাসরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে পেনশনের বয়স বৃদ্ধি নিয়ে দেশটির সরকারের নেওয়া নতুন সিদ্ধান্তে গত প্রায় দু-সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ফ্রান্সে। দেশটির প্রায় সব বিরোধী দলের নেতাকর্মীরা সেই বিক্ষোভে যোগ দিয়েছেন।