যুক্তরাষ্ট্রে চকলেট কারখানায় বিস্ফোণ, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:১৩ পূর্বাহ্ন, ২৬শে মার্চ ২০২৩
যুক্তরাষ্ট্রের একটি চকলেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২ জনের প্রাণহানি হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৯ জন।
শুক্রবার (২৪ মার্চ) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে পেনসিলভেনিয়ার ওয়েস্ট রিডিং এ অবস্থিত আর এম পামার কোম্পানি নামের কারখানাটিতে এ বিস্ফোরণ ঘটে । অনেক দূর পর্যন্ত কালো ধোঁয়া আর ছাই ছিটকে পড়ে।
সঙ্গে সঙ্গেই নিরাপদে সরিয়ে নেওয়া হয় কারখানার বাকি কর্মীদের। তবে বিস্ফোরণের সময় ভেতরে কতজন ছিল এ নিয়ে কিছু জানায়নি প্রশাসন।
প্রতিষ্ঠানটি ৭০ বছরেরও বেশি সময় ধরে চকলেট উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় ৮৫০ জন। তবে কী কারণে এ বিস্ফোরণ ঘটলো তা এখনো জানা যায়নি। পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত চলছে।