যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২৬


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৩


যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পর এবার বিধ্বংসী টর্নেডোর আঘাতে টর্নেডোতে তছনছ মিসিসিপি। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে মিসিসিপি জুড়ে একটি টর্নেডো এবং শক্তিশালী বজ্রঝড়ে অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন।


এতে অসংখ্য মানুষ আহত হয়েছেন। কয়েকশ' মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। প্রায় ৩২ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।


প্রবল বাতাস এবং ঝড়ের দাপটে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দেশটির আবহাওয়া দফতরের আশঙ্কা, টর্নেডোয় প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভার পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি ছোট শহরে পড়েছে।


ঝড়ের কারণে গোটা শহর বিদ্যুৎহীন ছিল। শহরের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রচুর গাছ ভেঙে পড়েছে।