তিউনিসিয়ার উপকূলে শরণার্থী নৌকাডুবে নিহত ১৯


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:২১ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৩


তিউনিসিয়ার উপকূলে শরণার্থী নৌকাডুবে নিহত ১৯
ফাইল ছবি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৯ শরণার্থী ও অভিবাসী নিহত হয়েছেন।


রবিবার (২৬ মার্চ) ভোরে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতালির বার্তা সংস্থা আনসারের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।  


রয়টার্স বলছে, গত ২৪ ঘণ্টায় ইতালির লাম্পেদুসা দ্বীপে দুই হাজারেরও বেশি শরণার্থী পৌঁছেছে। তারা একে 'রেকর্ড' শরণার্থী আগমন হিসেবে বর্ণনা করেছে তারা। 


ফোরাম ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস (এফটিডিইএস) এর কর্মকর্তা রোমধনে বেন আমোরের বরাত দিয়ে রয়টার্স জানায়, শরণার্থী ও অভিবাসীদের বহনকারী একটি নৌকা স্ফ্যাক্স সৈকত থেকে যাত্রা করার পর তিউনিসিয়ার মাহদিয়া উপকূলে ডুবে গেলে এ মৃত্যুর ঘটনা ঘটে। 


এদিকে, তিউনিসিয়ার উপকূলরক্ষীরা নৌকা থেকে ৫জনকে উদ্ধার করা গেলেও  তিউনিসিয়ার কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে উপলব্ধ ছিল না।