হামবুর্গে ফের গোলাগুলি, নিহত ২


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৩


হামবুর্গে ফের গোলাগুলি, নিহত ২
ঘটনা স্থলের ছবি

জার্মানির হামবুর্গ শহরে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (২৬ মার্চ) পুলিশ এ শহরে এই মাসে ঘটে যাওয়া দ্বিতীয় বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে একটি গির্জায় বন্দুক হামলায় সাতজন নিহত হয়।


রয়টার্স বলছে, অভিযান শেষ হয়েছে, এখন ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কি কারণে গুলি চালানো হয়েছে বা কারা দোষী এ বিষয়ে তাদের মুখপাত্র এখনও জানায়নি।


পুলিশ কর্মকর্তারা জানায়, দুইটি অ্যাপার্টমেন্ট ভবনের মধ্যে একটি ওয়াকওয়েতে দুইটি মরদেহ পাওয়া গেছে। কয়েক সপ্তাহ আগে শহরের জেহোভাস উইটনেস গির্জায় বন্দুকধারীর গুলিতে ৭জন নিহত হয়।


ওই ঘটনায় ফিলিপ এফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়ছে। তিনি একটি ধর্মীয় সম্প্রদায়ের একজন সাবেক সদস্য ছিলেন। এ সময় পুলিশ জানায়, বিদ্বেষ থেকে সে গির্জায় গুলি চালায়।