রমজানে ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৩


রমজানে ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি
ফাইল ছবি

রমজানে ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে পবিত্র রমজান মাসে কেউ চাইলেই দুইবার ওমরা পালন করতে পারবে না বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়।


রবিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইসলামিক ইনফরমেশন।


প্রতিবেদনে বলা হয়েছে, যারা হজ করতে চায় তাদের নুসুক অ্যাপ থেকে অনুমোদন নিতে হবে। নির্ধারিত সময়কে গুরুত্ব দিতে হবে। তবে ওমরাহর তারিখ পরিবর্তনের কোনো অপশন নেই। তাই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডিলিট করে ফের নতুন করে অনুমোদন নেওয়া যাবে।


রমজান মাসে যারা ওমরাহ পালন করতে চায় তাদের জন্য এই সিদ্ধান্ত সুবিধাজনক হবে। এছাড়া স্বস্তির সঙ্গে মানুষ ওমরা পালন করতে পারবে বলেও জানানো হয়।