কাবুলে বিস্ফোরণে নিহত ৬


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৪৬ পূর্বাহ্ন, ২৮শে মার্চ ২০২৩


কাবুলে বিস্ফোরণে নিহত ৬
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণে নিহত ৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী হামলায় কমপক্ষে নিহত হয়েছেন ছয়জন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


আফগান সরকারের বরাত দিয়ে আল জাজিরা জানায়, তাদের বাহিনী হামলাকারীকে লক্ষ্যবস্তু করেছিল, কিন্তু সে যে বিস্ফোরক বহন করেছিল তা বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।


আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর সোমবার (২৭ মার্চ) টুইট করে লিখেছেন, বিস্ফোরণে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।


কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা হয়েছিল। কিন্তু তাকে হত্যা করা হলেও তার কাছে থাকা বিস্ফোরকের বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।


তিনি আরও জানান, আহতদের মধ্যে তালেবান নিরাপত্তা বাহিনীর কমপক্ষে তিন সদস্য রয়েছেন।