১৮ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৩


১৮ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল
ছবি: সংগৃহীত

নকল ওষুধ বিদেশে রপ্তানি বন্ধে সোচ্চার হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এরই মধ্যে ১৮টি ফার্মা কোম্পানির লাইসেন্স বাতিল করেছে। এ ছাড়া আরও ২৬টি ফার্মা কোম্পানিকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে জানা গেছে।


ফার্মা প্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক ক্র্যাকডাউনের অংশ হিসেবে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল ২০টি রাজ্যের ৭৬টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরিদর্শন করেছে। প্রায় ১৫ দিন ধরে চলে এই ক্যাম্পেইন।


এ ছাড়া গত মাসেও গুজরাটভিত্তিক ফার্মা কোম্পানি জাইডাস লাইফ সায়েন্সেস যুক্তরাষ্ট্রের বাজার থেকে বাত ব্যথার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ৫৫ হাজার বোতল সরিয়ে নিয়েছে। গত বছর ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাশির সিরাপের ওষুধ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ উঠে।


এ ছাড়াও কেন্দ্রীয় ও উত্তরপ্রদেশের ওষুধ কর্তৃপক্ষ মেরিয়ন বায়োটেক পণ্যের নমুনা পরীক্ষা করেছে এবং এর মধ্যে ২২টি ওষুধে ভেজাল পেয়েছে।


সূত্র: এনডিটিভি