ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে প্রাণ গেল ১২ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৩


ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে প্রাণ গেল ১২ জনের
ছবি: দ্য ইন্ডিপেন্ডেন্ট

ফিলিপাইনের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১২ জনের প্রাণহানি হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন ৭ জন।


দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলীয় সাগরে এ দুর্ঘটনা ঘটে।


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, বুধবার (২৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দেশটির কোস্টগার্ডের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।


ওই কর্মকর্তা আরও জানান, আগুন লেগে যাওয়ার পর ফেরিটি ২৩০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভন হয়েছে। 


দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও এর কোস্টগার্ড প্রধান কমোডোর রেজার্ড ফারফি ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানায়, এয়ারকন্ডিশন কেবিন থেকে আগুনের সূত্রপাত। মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।