অফিসের চেয়ারে বসা নিয়ে সহকর্মীকে গুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৩
ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অফিসের চেয়ারে বসা নিয়ে সহকর্মীকে গুলি করেছেন একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মী।
বৃহস্পতিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সহকর্মীর ছোঁড়া গুলিতে মারাত্মক আহত হয়েছেন ওই ব্যক্তি। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি গুলি করেছেন তার নাম আমান জাঙ্গরা। তিনি হরিয়ানার হিসারের স্থানীয় বাসিন্দা। তার বিরুদ্ধে ইতোমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে।
অপরদিকে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুলিতে আহত ব্যক্তির নাম বিশাল (২৩)। তিনি গুরুগ্রামের ফিরোজ গান্ধীর ৯ নং সেক্টরে বসবাস করেন।
সূত্র: এনডিটিভি