যুক্তরাষ্ট্রের দু’টি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৩
কেনটাকিতে মার্কিন সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ৯ জনের প্রাণ হানি হয়েছে বলে জানা গেছে।
রাজ্যের গভর্নর জানান, এটি ‘কঠিন খবর’ এবং ‘একটি হেলিকপ্টার দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে’।
বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে, ঘটনাটি স্থানীয় সময় রাত প্রায় ০৯:৩৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ০৭:৩৫ মিনিট) ঘটেছে এবং নয়জনের মতো নিহত হতে পারে। স্থানীয় সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, তাদের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এটি বড় ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাঁটির কাছাকাছি ট্রিগ কাউন্টি এলাকায় ঘটেছে।
বিবিসিকে ফোর্ট ক্যাম্পবেলের একজন মুখপাত্র জানান, দুটি এইচএইচ৬০ ব্ল্যাকহক হেলিকপ্টার ‘একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে’ বিধ্বস্ত হয়েছে। ‘ক্রু সদস্যদের অবস্থা এখনো অজানা,’ তারা বলেন, ‘কমান্ডটি বর্তমানে পরিষেবা সদস্যদের এবং তাদের পরিবারের যত্ন নেয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করছে।’